বাদ্যযন্ত্র বাজিয়ে বেশ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে কেক কর্তন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু ও সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি।
এর আগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুড়ালে পুস্পস্তম্বক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান আব্দুল গফুর মন্ডল, এ্যাডঃ রফিকুল ইসলাম, শরৎ চন্দ্র মাষ্টার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, জিয়াউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক গোলাম রহমান মুকুল, দপ্তর সম্পাদক নিবারন চন্দ্র দাস, মহিলাবিষয়ক সম্পাদক আছমা বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, উপজেলা যুবলীগের নেতা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা আকতার, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, ইউনুছ আলী ফকির, শহীদুল ইসলাম বাবু, ফারুক আহম্মেদ, শাহীদুল কবীর টনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সাহানুর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক রাকিব হাসান, আওয়ামী লীগ নেতা জিন্নাতুল ইসলাম, সিরাজুল ফকির, নিলাদ্রী শেখর বিটু, আজিজার রহমান, আনোয়ারুল ইসলাম টিটু, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন ধলু, তারাজুল ইসলাম খান, সেকেন্দার আলী, উজ্জল হোসেন, কুড়ানু শাহা, আব্দুল রহিম মোল্লা, শামীম, আব্দুল করিম, রেজাউল করিম, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আবু জাহিদ পায়েল, মনির ইসলাম পিপুলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD