বলিউড বাদশা শাহরুখ খান শুটিয়ের জন্য আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থান করার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। এজন্য তাকে ছোট-খাটো অস্ত্রোপচার করাতে হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং খান লস অ্যাঞ্জেলেসে শুটিং সেটে অবস্থান করছিলেন। এসময় তার নাকে আঘাতপ্রাপ্ত হন এবং রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে তার টিমের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং রক্ত বন্ধ করার জন্য ছোটো অস্ত্রোপচার করাতেহয়। তার নাকে ব্যান্ডেজ করা হয়েছে।’
বর্তমানে শাহরুখ খান নিজ দেশ ভারতে অবস্থান করছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ বিরতির পর ব্লকবাস্টার ‘পাঠান’ ছবি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন কিং খান। চলতি মাসে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জওয়ান’। ১২ জুলাই থেকে বড় পর্দায় দেখা যাবে শাহরুখের নতুন এ ছবি।
প্রায় ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ। প্রতিবারই তাঁর অসুস্থতার খবর মন ভেঙে দিয়েছে তাঁর অনুরাগীদের। ২০১৭ সালেও তাঁকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রইস-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর হয় হাঁটুর অস্ত্রোপচার। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর কিং খান করিয়েছিলেন তাঁর অষ্টম অপারেশন। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্যও শাহরুখকে অপারেশন করতে হয়েছিল।
Posted ১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD