অবশেষে যমুনার দুই পাড়ের বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির মধ্যকার যমুনা নদীতে সি-ট্রাক ফেরী সার্ভিস উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের জামথল চরে এক সভায় এই সি-ট্রাক ফেরী সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথীর বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যমুনা নদীর অভুতপূর্ব উন্নয়নের জন্য নদীতে শাসন নয় সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হলে যমুনা নদীর উজানে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা সহ বিভিন্ন স্থানে নদীর ভাঙ্গন রোধে এমন কাজ করা হবে নদীর গতিতে নদী চলবে, ব্যবস্থাপনায় এনে কেয়ামত পর্যন্ত ভাঙ্গন বন্ধ করা হবে। এছাড়াও নারায়নগঞ্জ হয়ে নদী পথে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আগের মতো বড় বড় জাহাজ চলবে।
খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা কোনো ব্যক্তির বা পরিবারের বিরুদ্ধে না গোটা জাতির বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের বিরুদ্ধে। পরবর্তী জিয়া, এরশাদ ও খালেদা-নিজামী সরকার নদী জন্য কোন উন্নয়নই করেননি, করেছেন বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশ বিদেশে চাকুরী দিয়ে পুর্নবাসন।
সভায় সভাপতিত্ব করেন, বগুড়া-১ আসন সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সাংসদ সাহাদারা মান্নান। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৩ আসন মাদারগঞ্জ-মেলানদহ এলাকার সাংসদ আলহাজ্ব মির্জা আজম।
আরো বক্তব্য রাখেন, বিআইডবিøউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জামালপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুর, সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লিটন।
এছাড়াও সি-ট্রাক ফেরী সার্ভিস উদ্বোধনের আগে দুপুরে সারিয়াকান্দি কালিতলা গ্রোইন বাঁধে অনুরূপ এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় সাংসদ সভাপতিত্বে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু।
Posted ১০:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD