রাষ্ট্রায়ত্ত সকল চিনিকল অবিলম্বে রাষ্ট্রীয়ভাবেই চালুর দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভা করা হয়েছে। শুক্রবার দুপুরে মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের সামনে এই পথসভা করে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা কমিটি। বাংলাদেশ আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আতোয়ারুল ইসলাম নান্নুর সভাপতিত্বে এই পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়।
আরও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, রংপুর চিনিকল শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি জিন্নাত আলী প্রধান, আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, রংপুর চিনিকলের শ্রমিক নেতা আতোয়ার রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, জেলার একমাত্র ভারীশিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকলের মাধ্যমে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী, আখচাষী, পরিবহন শ্রমিক এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা নির্ভর করে। এছাড়া বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত লাল চিনি আমরা এসব চিনিকল থেকেই পাই। তাই এসব চিনিকল বন্ধ করে শ্রমিক, আখচাষীসহ চিনিকলের সাথে যুক্ত মানুষদেরকে পথে বসিয়েছে সরকার।
বক্তারা আরও বলেন, এই অন্যায় ও জুলুমের প্রতিকার হিসেবে অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া সকল চিনিকল চালু করতে হবে। আধুনিকায়ন করতে হবে সকল চিনিকল। লোকসানের অজুহাতে বেসরকারি খাতে দেওয়া যাবেনা কোন চিনিকলকে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শ্রমিক এবং আখচাষীদের কাছে আহবান জানান বক্তারা।
Posted ৯:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD