বগুড়ার আদমদীঘি সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় আইয়ুব হোসেন আবারও সভাপতি ও আনোয়ার হোসাইন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনাপ্রতিদ্বদ্বিতায় ক্যাশিয়ার পদে আব্দুস ছালাম ও নির্বাচনের মাধ্যমে সহ-সভাপতি পদে আলেফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে আক্তারুজ্জামান রতন ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুল হাসান নির্বাচিত হন।
আজ শনিবার ১৫ জানুয়ারী গোপন ব্যালটের মাধ্যমে সমিতির কার্যালয়ে কার্যনির্বাহি কমিটির ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪টি পদে প্রতিদ্বদ্বিতা করেন ১০জন। নির্বাচন কমিশন হিসাবে ছিলেন, সিনিয়র দলিল লেখক আব্বাস আলী ও বজলুর রহমান হিরু। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাব-রেজিষ্ট্রী অফিসের অফিস সহকারি প্রদীপ কুমার।
Posted ৩:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD