বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৩০ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সান্তাহার পৌরসভায় বাজেট ঘোষনা করেন পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বাজেটে ১৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার রাজস্ব আয় ও উন্নয়ন খাতে ১৫ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা আয় দেখানো হয়েছে। ঘাটতি দেখিয়েছেন ৮৯ লাখ ৯০ হাজার টাকা।
বাজেট অনুষ্ঠানে সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষিকা খোরশেদা খানম, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্নাসহ স্থানীয় নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD