আজ ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির মুরইল সাওইল সড়ক প্রশস্তকরণ ও কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা মুরইল বাসস্ট্যান্ড এলাকায় নসরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কার্পেটিং কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু।
আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, মাও: বেলাল হোসেন গোলাম রব্বানী, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি তরিকুল ইসলাম, আনছার আলীসহ নেতৃবর্গ। উল্লেখ্য ঃ জিওবি মেনটেনেন্স এর আওতায় এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ১৪ লাখ টাকা ব্যায়ে ১ হাজার ৪০০ মিটার এই সড়ক প্রশস্তকরণ ও কার্পেটিং কাজ করা হচ্ছে।
Posted ১০:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD