শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে চড়া দামে বিক্রি হচ্ছে রসালো ফল তরমুজ

আলোকিত বগুড়া   রবিবার, ১২ মার্চ ২০২৩
76 বার পঠিত
আদমদীঘিতে চড়া দামে বিক্রি হচ্ছে রসালো ফল তরমুজ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের রসালো ফল তরমুজ। মৌসুমের শুরুতে এ ফল ক্রেতাদের আকর্ষণ করলেও বেশি দামের কারণে কিনতে গিয়ে হোচট খাচ্ছে অনেকে। সাধ্যের মধ্যে না থাকায় কেউ কেউ তরমুজ না কিনে ফিরে যাচ্ছেন খালি হাতে।

জানা গেছে, আদমদীঘি ও সান্তাহারসহ বিভিন্ন হাট-বাজারে যেসব তরমুজ পাওয়া যাচ্ছে সেগুলো বরিশাল ও ভোলা থেকে আনা হয়েছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০টাকা দরে। এখন বাজারে সবুজ রঙের বংলালিংক তরমুজের তুলনায় কালো রঙের তরমুজ বেশি রয়েছে।


বিক্রেতারা বলছে কালো এ তরমুজের ভেতরটা টকটকে লাল এবং খেতে দারুণ মিষ্টি।

আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকার তরমুজ বিক্রেতা সুমন হোসেন ও রানা বলেন, বর্তমানে সব জিনিসের দাম বেশি। তাই তরমুজের দামও বেশি। তবে গত বছরের তুলনায় এবার দাম একটু কম। এখন বাজারে তরমুজ নতুন আসছে। মাল আমদানি বেশি হলেই দাম কমে যাবে। আমরা যে তরমুজ বিক্রি করছি সেগুলো বরিশাল থেকে আনা। তবে একটু বেশি হওয়ায় কেনাবেচা কম হচ্ছে।


তরমুজ কিনতে আসা তেঁতুলিয়া গ্রামের ইয়াছিন আলী বলেন, একটা বড় আকারের তরমুজ কিনতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা লাগবে। একজন নিম্ন আয়ের মানুষের পক্ষে তরমুজ কেনা খুব কঠিন। তরমুজের দাম ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হলে ভালো হতো।

তরমুজ কিনতে আসা ভ্যান চালক আনিছুর রহমান বলেন, বাড়িতে ছয়জন মানুষ। একটা বড় তরমুজ কিনতে গেলে ৫০০ টাকা লাগে। একদিনের কামাই তরমুজ কিনতেই শেষ হয়। এজন্য তরমুজ না কিনেই ফিরে যাচ্ছি।


Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!