বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকায় নাগনদে অবৈধ ভাবে শ্যালো চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এই বালু উত্তোলনের কারবার চলায় এলাকার শতশত একর আবাদি জমি ও বসতবাড়িসহ বাঁধ হুমকির মুখে পড়েছে। অবিলম্বে এই অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসি।
আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগরনদের ধার ঘেঁষে বেড়ী বাঁধ নির্মাণ করা হয়। এদিকে কুন্দগ্রাম ইউনিয়নের হারভাঙ্গা, সরদারদহ, ফুলবাগিচা, কুশাবাড়ি, মদনঘোষ কাঞ্চিগাড়ী এলাকায় রাজা নামের এক ব্যক্তিসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা নাগরনদের তলা থেকে শ্যালো চাালিত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব অব্যাহত রেখেছেন। ভ্রাম্যমান আদালত কয়েক দফায় অভিযান চালিয়ে সরজ্ঞাম জব্দসহ শ্যালো মেশিনে অগ্নিসংযোগে ধ্বংস করলেও থামছেনা বালু উত্তোলনকারিদের কারবার। এলাকার মাতব্বর সোহরাব, কুদ্দুছসহ অনেকের দাবী নাগরনদ থেকে বালু উত্তোলন করতে নিষেধ করা সত্বেও থামেনা বালু উত্তোলন কাজ।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় জানান, বিষয়টি জানার পর সেখানে অভিযান চালিয়ে কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ফের বালু উত্তোলন চললে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD