বগুড়ার আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারণ সদস্য পদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪৯ দিন পর আজ বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী বিকেল ৪টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় তাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সিনিয়র এএসপি (সাকের্ল) নাজরান রউফ। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান, সালমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, ওসি জালাল উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি ও ছয় ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানগনসহ নেতৃবর্গ।
উল্লেখ্য: আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা ১৮ আসনে ১৮জন ও সাধারণ সদস্য (মেব্বার ) ৫৪ ওয়ার্ডে ৫৪জন মোট ৭২জন সদস্য শপথ গ্রহন করেন।
Posted ১০:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD