বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারপুর একাডেমিক ভবনের দ্বি-তলা ভবন উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার, তিনি শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছেন। এই কোমারপুর বিদ্যালয় তারই দৃষ্টান্ত। তিনি বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরন করে ছাত্র-ছাত্রীদের পাঠদান করানোর আহবান জানান। তিনি ১২ সেপ্টেম্বর রোববার দুপুরে বগুড়ার আদমদীঘির কোমারপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে নব নির্মিত একাডেমিক দ্বিতলা ভবন উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ বকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ। সভায় প্রধান অতিথি বিদ্যালয়ে বেঞ্চ চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র কেনার জন্য ২ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা প্রদান করেন।
Posted ৮:১৩ অপরাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD