বগুড়ার আদমদীঘি থেকে ফাতেমাতুজ জোহরা (১৬) নামের ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রী অপহরনের দীর্ঘ পাঁচ মাস পর চট্রগাম উদ্ধার করেছে থানা পুলিশ। গত ৬ জুলাই মঙ্গলবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ইপিজেড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত স্কুল ছাত্রী ফাতেমাতুজ জোহরা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের খাড়িয়াকান্দি গ্রামের আক্তারুজ্জামান ফিরোজের মেয়ে এবং নসরতপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।
পুুলিশ জানায়, আদমদীঘির নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামের মনসুর আলীর ছেলে অনিক (২২) ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্তসহ প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। গত ৯ ফেব্রুয়ারী অনিক ফুসলিয়ে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা আক্তারুজ্জামান ফিরোজ বাদি হয়ে অনিকের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারী আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের দীর্ঘ ৫মাস পর গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ গত ৬ জুলাই মঙ্গলবার রাত ৮টায় চট্রগ্রামের পতেঙ্গা থানার ইপিজেড এলাকার একটি বাসা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD