বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ ৫ ডিসেম্বর রোববার দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় এ রায় দেন। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিন।
ভ্রাম্যমান আদালত জানান, রোববার নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনকালে ৪জনকে আটক করে আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রবণী রায় মাদক সেবনকারি সান্তাহার পশ্চিম লকু কলোনীর ইয়াছিন আলীর ছেলে ছোটন (২৮), আতোয়ার হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৮), বাছের আলীর ছেলে সাগর হোসেন (৩০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার হাগুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মোরশেদুল ইসলাম (৩০) কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD