আদমদীঘির অদুরে ৪০ বোতল ফেনসিডিলসহ রাশেদা বেগম টুনুু (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রাশেদা বেগম পাবনা ঈশ্বরদীর চরকি মারিগঙ্গা মাতাল এলাকার আয়নাল হক মন্টুর স্ত্রী ও আদমদীঘির তিয়রপাড়ায় ভাড়া বাসায় থাকে। ২ অক্টোবর শনিবার সকাল ৯ টায় আদমদীঘি থানা পুলিশ বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল ব্রিজের নিকট থেকে তাকে গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মহাসড়কের আদমদীঘির অদুরে ইন্দইল ব্রিজের নিকট বিপুল মাদক পাচার করার জন্য অপেক্ষা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা উপ-পুলিশ পদির্শক প্রদীপ কুমার ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দন্ডায়মান অবস্থায় রাশেদা বেগমকে আটক করে তার নিকট থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল জব্দ ও তাকে গ্রেফতার করে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০২ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD