বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে ৩৬০পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
151 বার পঠিত
আদমদীঘিতে ৩৬০পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার ৯ মার্চ সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৩৬০ পিস পেন্টাডল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার মুরইল বাজার মসজিদের পাশের লয়েজ মন্ডলের ছেলে নাঈম মন্ডল (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের আবুল কাশেমের ছেলে ইকবাল হোসেন ওরফে রনি (৩২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।


পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় থানার উপ পরিদর্শক সোলায়মান আলী সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি পালন করছিলেন। আদমদীঘির মুরইল বাজারের ধামাইল সড়কের জনৈক রুস্তম আলীর বাড়ির ২য় তলায় ভাড়া বাড়িতে গোপনে মাদক কেনাবেচা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালালে পুলিশের আগমন টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে নাইম মন্ডল ও ইকবাল হোসেন রনি নামের ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করার পর তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ৩৬০ পিস পেন্টাডল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ৮:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!