বগুড়ার আদমদীঘিতে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার ২২ ফেব্রæয়ারী সাড়ে ৯টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পোওতা রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুরে গ্রামের মোসলেম ভুইয়ার ছেলে রানা মিয়া (৪০) ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে মাহবুব আলম (২৫)।
এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। এর আগের দিন গত সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ৯০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার ও মাদক বহনের একটি মিনি পিকআপ জব্দ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, বিপুল মাদকদ্রব্য ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির পোওতা রেলগেট নামকস্থানে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন বাস তল্লাশি করা হয়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১৫-৫৩৬৫ নম্বর একতা বাস তল্লাশি করে বাসের জি-১ ও জি-২ নম্বর সিটে বসা যাত্রী বেশে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের কথা মতো বাসের পিছনের বক্সে দুটি জারিকিনে রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দুপুরে আদমদীঘি থানায় আসামীদের সোর্পদ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD