আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহি বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘিতে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জুন) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালি শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় পাল, ওসি জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার প্রমূখ।
প্রযুক্তি মেলায় বিভিন্ন প্রকার খামারিদের ফলদ ও বনজ বৃক্ষের চারা, কিটনাশকসহ ১৩টি স্টল রয়েছে। উদ্বোধনী দিনে এ উপজেলার কৃষক-কৃষানী, খামারি ও জনসাধরণের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে।
Posted ৯:২০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD