বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশান বিসমিল্লাহ খাবার হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার খটেশ্বর গ্রামের সাহাদ আলীর ছেলে আব্দুল মালেক (১৯), ফুলচাঁন সরদারের ছেলে বুলেট সরদার (২৮) ও ধনুপাড়ার মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৬)। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহারে বিসমিল্লাহ খাবার হোটেলের সামনে বিক্রির উদ্যেশ্যে গাঁজা বহন করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ফাঁড়ি পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম ফোর্সসহ ওই স্থানে হানা দিয়ে উল্লেখিত তিন ব্যক্তিকে আটক করে এবং তাদের হেফাজতে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ৮:৩১ অপরাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD