আদমদীঘির সান্তাহারে মাদক-বিরোধী অভিযান চালিয়ে সান্তাহারের তালিকাভুক্ত মাদক বিক্রেতা হজরত আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ৩.৫০ গ্রাম হেরোইন নগদ ১১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। হজরত আলী সান্তাহার নতুন বাজার এলাকার ছোলেমান আলী খানের ছেলে। গত সোমবার (৮ আগষ্ট) রাতে সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আদমদীঘি থানার হজরত আলী ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে আসামী করে মাদক আইনে একটি মামলা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, অত্র উপজেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সান্তাহারসহ বিভিন্ন এলাকায় অভিযান চলে।
গত সোমবার রাতে সান্তাহার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩.৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১১ হাজার ৭৫০ টাকাসহ সান্তাহারের তালিকাভুক্ত মাদক বিক্রেতা হজরত আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম পালিয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত হজরতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD