বগুড়ার আদমদীঘিতে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ির পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯ টায় সান্তাহার আক্কেলপুর আঞ্চলিক সড়কের ইশবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গণিপুর গ্রামের শ্রী রমণী দেবনাথের ছেলে রিপন (২৬) ও একই গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে নজরুল মন্ডল (৪২)।
এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে রাত্রিকালিন টহল পাহারার সময় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রাকিব হোসেন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সান্তাহার-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর ইট ভাটার সামনে রাস্তায় অভিযান চালিয়ে রিপন ও নজরুল মন্ডল নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৭ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের আজ রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD