বগুড়ার আদমদীঘিতে হেরোইনসহ স্বামী-স্ত্রী কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়ার আক্তার হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) ও তার স্ত্রী শাবানা আক্তার (২৬)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপনয়নের পশ্চিম সিড়ার আদর্শগ্রাম জামে মসজিদ এলাকার মামুন হোসেন নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এস আই) রকিব হোসেন ফোর্স সহ তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী মামুন হোসেন ও তার স্ত্রী শাবানাকে গ্রেফতার করা হয়। আজ ২৩ অক্টোবর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD