বগুড়া আদমদীঘিতে হিন্দু সম্প্রায়ের দুই ব্যক্তির পৃথক দুটি খড়ের পালায় (গাদা) অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৮ অক্টোবর সোমবার দিবাগত রাতে আদমদীঘি সদর ইউনিয়নের রামপুরা পালপাড়ায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৯ অক্টোবর মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, সিনিয়র এএসপি নাজরান রউফ, ওসি জালাল উদ্দীন, পূজা উদযাপন পরিষদের সদস্যসহ নেতৃবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের রামপুরা গ্রামের বিরেশ্বর পাল ও সুদর্শন নামের দুই ব্যক্তির বাড়ির পাশে খলিয়ানে স্তুপ করে রাখা দুটি খড়ের পালা ছিল। গত ১৮ অক্টোবর সোমবার দিবাগত রাতে কে বা কারা খড়ের পালায় অগ্নিসংযোগ করে। রাত দেড় টায় প্রতিবেশিরা ঘুম থেকে জেগে দেখেন খড়ের পালায় আগুন জলছে। এসময় পরশিরা উঠে আগুন নিয়ন্ত্রন করেন। আগুনে প্রায় দুইজনের ১৯ বিঘা জমির খড় আংশিক পুড়ে যায়। ঘটনাটি শক্রতামুলক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জালাল উদ্দীন জানান।
Posted ৯:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD