বগুড়ার আদমদীঘিতে হত্যার উদ্দেশ্যে জামাই আরিফুল ইসলাম জুয়েলের উপর দুর্বৃত্তদের হামলা ও মারপিট ঘটনার প্রতিবাদে শশুরবাড়ির লোকজন বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে। গত শনিবার বিকেলে আদমদীঘির কুন্দগ্রাম বাজারে এই মানববন্ধন পালন করা হয়। আহত জামাই আরিফুল ইসলাম জুয়েল কাহালু উপজেলার দুর্গাপুর বাজারের হোসেল আলী মন্ডলের ছেলে ও আদমদীঘির কুন্দগ্রাম কারিমাপাড়ার কোরবান আলীর জামাই।
জানা যায়, আরিফুল ইসলাম জুয়েল প্রায় দেড় বছর যাবত কুন্দগ্রাম কারিমাপাড়া তার শশুড়বাড়িতে যাতায়াতের মাধ্যমে তার মেয়েকে শিক্ষকের নিকট প্রাইভেট পড়াতেন। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে তিনি কুন্দগ্রাম বাজারে একটি দোকানে চা-খাচ্ছিলেন। এমন সময় কতিপয় দুর্বৃত্ত তার উপড় অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্যেশ্যে মারপিটে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা আহত আরিফুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার প্রতিবাদে আরিফুল ইসলামের শশুড়বাড়ির লোকজন গত শনিবার বিকেলে দুর্বৃত্তদের বিচারের দাবীতে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালন করেন।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD