বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-নওগাঁ সড়কের অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহি চাল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহাগ (৩০) নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বুধবার রাত ৯ টায় সান্তাহার-নওগাঁ সড়কে সাহাপুর মল্লিকার হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান সোহাগ আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মহসিন আলী মন্ডলের ছেলে। তিনি একজন চাল ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহাগ রাতে সান্তাহার থেকে মোটরসাইকেল যোগে নওগাঁ যাবার পথে সাহাপুর মল্লিকার হোটেলের নিকট একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয়। তাকে নওগাঁ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক এড, কুদরত-ই-এলাহি কাজল, সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমনসহ নেতৃবর্গ।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud