নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, সরকারের কাংখিত সেবা জনগনের মাঝে পৌঁছে দিতেই স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করা হয়েছে। দেশের সকল নাগরিকের স্মাট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ নৈতিক দায়িত্ব। এই স্মার্টকার্ডে দেশের নাগরিকবৃন্দ সকল প্রকার সুবিধা ভোগ করতে পারবেন। তাই পর্যাক্রমে সকল নাগরিকে এই স্মার্টকার্ড প্রদান করা হবে। তিনি ১৫ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার নাগরিকদের স্মাটকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মার্টকার্ড বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রিগেঃ জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, রাজশাহি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ, উপজেলা চেয়ারম্যান সিরজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু প্রমূখ। সভা শেষে সান্তাহার পৌরসভায় স্মাটকার্র্ড জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD