বগুড়ার আদমদীঘিতে টাকা না পেয়ে শারিরীক নির্যাতন সংক্রান্ত স্ত্রী বুলবুলির দায়ের করা মামলায় পুলিশ স্বামী হারুন অর রশিদকে গ্রেফতার করেছে। ১১ সেপ্টম্বর শনিবার সকালে উপজেলার চাঁপাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন অর রশিদ আদমদীঘির চাঁপাপুর নতুন বাজারের গোলাম মোস্তফা পল্টুর ছেলে। এ ব্যাপারে স্ত্রী বুলবুলি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির চাঁপাপুর বাজারের হারুন অর রশিদ প্রায় ১ বছর আগে একই এলাকার বুলবুলিকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে হারুন অর রশিদ তার স্ত্রীর নিকট টাকার চাপ দিয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। গত ১০ সেপ্টেম্বর শুক্রবার রাতে আবার টাকা চেয়ে না পেয়ে স্ত্রী বুলবুলিকে মারপিটে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় স্ত্রী বুলবুলি স্বামী হারুন অর রশিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে গ্রেফতার করে।
Posted ৮:০৫ অপরাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD