বগুড়ার আদমদীঘির বিনাহালি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠতা সদস্য ও আওয়ামীলীগ নেতা কর্তৃক সিনিয়র শিক্ষক আজাহার আলী শারীরিক লাঞ্ছিত হওয়ার পরদিন এবার সেই আওয়ামীলীগ নেতা মকলেছার রহমানকে মারপিটে আহত করা হয়েছে। গতকাল সোমবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় বিনাহালি গ্রামে এ ঘটনা ঘটে।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রীদের পাওয়া যায়নি। বন্ধ রয়েছে ওই বিদ্যালয়। মারপিটে আহত মকলেছার রহমানকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার বিনাহালি বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে বেশ কিছুদিন আগে থেকে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গত ৩ এপ্রিল রোববার বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য ও আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে বাকবিন্ডার এক পর্যায়ে আজাহার আলী নামের এক সিনিয়র শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এ নিয়ে ছাত্রীরা মকলেছার রহমানের বিচার দাবীতে তাৎক্ষনিক বিদ্যালয় চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা চলছিল।
এর জের ধরে সোমবার বেলা ১১টায় সেই আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান আদমদীঘি ভাড়া বাসা থেকে বিনাহালি তার গ্রামে যাবার সময় বালিকা বিদ্যালয়ের নিকট পৌঁছিলে শিক্ষক আজাহার আলীর লোকজন আওয়ামীলী নেতা মকলেছার রহমানকে পাল্টা মারপিটে গুরুত্বর আহত করে। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে মকলেছার রহমানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।
আহত মকলেছার রহমান বলেন, গত রোববারের ঘটনার জেরধরে শিক্ষক আজাহার আলীর লোকজন পথরোধ করে হত্যার উদ্যেশ্যে মারপিটে আহত করে।
শিক্ষক আজাহার আলী বলেন, কারা তাকে মারপিট করেছে তা আমার জানা নেই।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, মারপিটে আহত মকলেছার রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD