বগুড়ার আদমদীঘিতে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে তিন বখাটে কিশোরের ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার ২২ ফেব্রæয়ারী রাতে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
দন্ডিতরা হলো, নওগাঁ জেলার আত্রাই উপজেলার আন্দারকোটা ছোলায়মানের ছেলে সুমন (১৮), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে তমাল (১৮) ও আব্দুস ছাত্তারের ছেলে আবু সাঈদ (১৮)।
ভ্রাাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে আদমদীঘির ছাতনি হেলালিয়া হাট এলাকায় এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এসময় মোটরসাইকেল যোগে ওই তিন বখাটে ছাত্রীর পাশে দিয়ে যাবার সময় তাকে নানা ভঙ্গিতে উত্যক্ত (ইভটিজিং) করে। বিষয়টি জানার পর স্থানীয়রা বখাটে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
Posted ১১:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD