মাত্র এক পশলা বৃষ্টিতে মুখে হাসি ফুটল সরিষা চাষিদের। বগুড়ার আদমদীঘিতে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তারা সরিষা চাষে অধিক লাভের স্বপ্ন দেখছেন। এক পশরা বৃষ্টিতেই ফলন ভাল হওয়ার আশায় ভাগ্যবদল হবে এমনটাই মনে করছেন এ উপজেলার সরিষা চাষিরা।
কৃষি অধিদপ্তর থেকে জানাযায়, আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়নের চলতি বছরে ২হাজার ৫শ হেক্টর জমিতে সরিষা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। কিন্তু গত বছর আলু চাষে কৃষকরা ক্ষতিগ্রস্থ্য হওয়ায় চলতি মৌসুমে তারা আলু চাষ কমিয়ে অধিক লাভের আশায় সরিষা চাষের আগ্রহী হয়। ইতি মধ্যেই এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৩হাজার ৭শ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষা চাষে খরচ ও পরিশ্রম কম হয়। কোন প্রকার সেচ দিতে হয়না। তবে সরিষা দানা বাধার মুহর্তে গত দুইদিন আগেএক পশলা বৃষ্টি হওয়ায় ফলন দ্বিগুন হারে বৃদ্ধি পাবে আশায় কৃষকরা মহা খুশি প্রকাশ করেন।
আমইল গ্রামের সরিষা চাষি জাহাঙ্গীর আলম জানায়, এক বিঘা জমিতে সরিষা চাষে সর্বমোট মাত্র ৪/৫ হাজার টাকা খরচ হয়। ফলন হয় বিঘা প্রতি ৩/৪ মন। বর্তমান বাজারে প্রতিমন সরিষা ৩হাজার ২শ টাকা মূলে বিক্রি হচ্ছে। দুইদিন আগে একটু বৃষ্টি হওয়ায় প্রতি বিঘায় প্রায় ৬মন হারে ফলন হওয়ার আশা করছি। সেই হিসেবে প্রতি বিঘায় ১৯হাজার টাকা সরিষা বিক্রি সম্ভব হবে।
কোমারপুর গ্রামের সবিষা চাষি এরশাদ আলী জানায়, অল্প খরচে সরিষা চাষে বেশি লাভবান হওয়ায় আমি চলতি মৌসুমে ৩বিঘা জমিতে সরিষা চাষ করেছি। একটু বৃষ্টিপাতের কারনে সরিষার দানা ভাল হওয়ায় প্রায় দ্বিগুন ফলন হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী জানান, এবার আবহাওয়া অনুকুলে থাকায় ও কিছুদিন আগে বৃষ্টিপাতের কারনে সরিষার বাম্পার ফলন হবে।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD