বগুড়ার আদমদীঘিতে মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য প্রান্তিক মৎস্যচাষী আব্দুর রশীদ আকন্দকে সফল মৎস্যচাষী হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে গত ২৪ জুলাই রোববার দুপুরে আদমদীঘি উপজেলা মৎস্য অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাকক্ষে এই সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ডেভিড রেন্টু দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খানসহ অন্যান্য নেতৃবর্গ।
সফল মৎস্যচাষী আব্দুর রশীদ আকন্দ আলোকিত বগুড়া’কে জানান, ৯৬ সাল থেকে চাঁপাপুর ইউনিয়নের বাহাদুরপুর তার গ্রামে নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন। এরপর থেকে নিরলস পরিশ্রম করে পবা, রুই, কাতলা, সিলভার, দেশী মাগুর, সিংসহ বিভিন্ন প্রকার মাছ উৎপাদন করে সফলতা পেয়েছেন। আজ আমি পুরষ্কৃত হয়ে আনন্দিত।
Posted ৯:১৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ জুলাই ২০২২
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD