বগুড়ার আদমদীঘিতে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ও প্রস্ততিমুলক ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জার্জিস আলম রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল ইসলাম, ওসি জালাল উদ্দীন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার প্রেসক্লাবের সম্পাদক খায়রুল ইসলামসহ নেতৃবর্গ।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে গুরুত্তপুর্ন সিদ্ধান্ত ও বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Posted ৯:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD