বগুড়ার আদমদীঘি উপজেলায় কঠোর ভাবে লকডাউন পালন হচ্ছে। আজ বৃহস্পতিবার ১জুলাই থেকে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে সকালে বৃষ্টিপাতের কারনে উপজেলায় সর্বত্র লোক সমাগম ও দোকানপাট বন্ধ থাকলেও বিকেলে কিছু লোকজনের আগমন ঘটে। তবে প্রশাসন কঠোর থাকায় জনগনের মুখে মাস্ক ব্যবহার দেখা গেছে। লকডাউন কার্যকরে মাঠে ছিল সার্বক্ষনিক প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী।
উপজেলার বিভিন্ন গুরুতপুর্ন স্থান ঘুরে দেখো গেছে, সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বিধি নিষেধ মানাতে আদমদীঘি সদর, সান্তাহার, মুরইল বাজারসহ বিভিন্ন স্থানে জনসাধারণকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঘর মুখি হতে কঠোর নির্দেশনাও দিচ্ছেন প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী। কিছু অটোরিকশা ও ইজিবাইক ও সিএনজি চলাচল করতে দেখা গেলেও তাদের তৎক্ষনিক জিজ্ঞাসাবাদ করে ফেরাচ্ছেন তারা। কিছু মোটরসাইকেলের অবাদে চলাচল করতে দেখা গেছে। এদিকে ভ্রাম্যমান আদালত টিমও সার্বক্ষনিক টহল দিচ্ছেন।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন জানান, সরকারি নির্দেশমতে করোনা সংক্রম নিয়ন্ত্রনে জনগনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় পরামর্শসহ স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
Posted ৯:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD