বগুড়ার আদমদীঘিতে র্যাব-১২ বগুড়া সদস্যদের অভিযানে ৮ কেজি গাঁজাসহ বকুল ইসলাম ওরফে বাদশা (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টায় আদমদীঘি পশ্চিম বাজারস্থ মেসার্স মা ট্রেডিং এর সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে পাকা রাস্তার উপর ঢাকা থেকে নওগাঁগামী যাত্রী বাস তল্লাশি করে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বকুল ইসলাম ওরফে বাদশা চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের জহর আলীর ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে নওগাঁ গামী শ্যমলী পরিবন এনআর পরিবহনে যাত্রীবাহি বাসে মাদকের বড় চালান নওগাঁ যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া র্যাব-১২ ক্যাম্পের অভিযানিক দল রাতেই আদমদীঘির পশ্চিমবাজার এলাকায় মেসার্স মা ট্রেডিং এর সামনে চেকপোষ্ট বসান। এরপর রাত সাড়ে ৩টায় বাসটি উল্লেখিত স্থানে পৌঁছিলে র্যাব সদস্যরা বাসটি থামিয়ে তল্লাশি করেন। এসময় যাত্রী বেশে বকুল হোসেন ওরফে বাদশার নিকট থেকে ৮ কেজি গাঁজা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়কে আদমদীঘি থানায় সোর্পদ করে একটি মামলা দায়ের করেন।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD