বগুড়ার আদমদীঘিতে র্যাব-১২ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে আধা কেজি গাঁজা, মোবাইল ফোনসেট, সীমকার্ড ও টাকা উদ্ধার করেছেন। গত ৩১ মার্চ বুধবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘির নসরতপুর ইউপি চাটখইর গ্রামের পিতা- ছামছুল শেখের ছেলে আজাদুল ইসলাম (৩২) ও একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে আব্দুর রব (৩১)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বগুড়ার র্যাব-১২ সুত্রে জানাযায়, র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানীর একটি দল আদমদীঘির চাটখইর গ্রামের নিকট রাস্তায় অভিযান চালিয়ে বেচাকেনার সময় মাদক ব্যবসায়ী উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে আধা কেজি গাঁজা, দুইটি মোবাইল সেট, ৩টি সীম কার্ড ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ১০:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD