বগুড়ার আদমদীঘিতে যৌননিপীড়ন ও মারপিটসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে তিন সহোদর ভাইসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক প্রদিপ কুমার ও আবু হাসান ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার ২ আগস্ট রাতে আদালাতের গ্রেফতারি পরোয়ানামুলে আদমদীঘি থানার ২০১৯ সালের যৌন নিপীড়ন মামলায় উপজেলার উথরাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম আকাশ, জমিসংক্রান্ত মারপিট মামলায় উপজেলার মুরইল গ্রামের লোকমান আলীর ছেলে আব্দুস ছালাম তার ভাই নান্টু ও মন্টু এবং সি.আর মামলায় উপজেলার আড়াইল গ্রামের খয়ের আলীর ছেলে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। আজ বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ আগস্ট ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD