বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অফিসের সরকারি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ ৩১ অক্টোবর রবিবার বেলা ১১টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনপাড়া গলদা-কার্প মিশ্যচাষ আরডি প্রদর্শনী পুকুরপাড় থেকে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, আজ রবিবার সকালে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল স্থানীয় মৎস্য সম্প্রসারন প্রতিনিধিকে নিয়ে তার অফিসের সরকারী এইচ,এফ ডিলাক্স ১০০সিসি হিরো মোটরসাইকেল নিয়ে ছাতিয়ানগ্রাম ষ্টেশনপাড়ায় গলদা-কার্প মিশ্রচাষ আরডি প্রদর্শনী পুকুর পরির্দশনে যায়। ওই প্রদর্শনী পুকুরের পাশে সরকারী মোটরসাইকেলটি রেখে পুকুর পরিদর্শন যান। পরিদর্শন শেষে ফিরে দেখেন মোটরসাইকেলটি নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান, চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ অভিযান চলছে।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD