বগুড়ার আদমদীঘিতে মাদক সেবন ও বিক্রির দায়ে দুই সহোদয়সহ ৬জনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় মদ তৈরীর বিপুল উপকরণ ও সরঞ্জাম ধ্বংস করা হয়। সোমবার ২৭ ডিসেম্বর সকালে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুর গ্রামে এই অভিযান চালান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুর গ্রামে দেশীয় মদ তৈরী ও বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সান্তাহার সার্কেলের সদস্যরা সোমবার সকাল সাড়ে ৬টায় ইশবপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে বিপুল মদ তৈরীর উপকরণ ও সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।
এসময় মাদক সেবন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত ৬জনকে জেল জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘির ইশবপুর গ্রামের বাবলু পাহানের ছেলে উজ্জল পাহান (২৫) তার ভাই সুজ্জল পাহান (২৩), রুহু পাহানের ছেলে বিচিত্রা পাহান (৩৫), লঙ্কন পাহানের ছেলে সখিন পাহান (৪০), আকালু পাহানের ছেলে বিশ্বনাথ (৪৫) নলকু পাহানের ছেলে সরমা পাহান (৫০)।
ভ্রাম্যান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় আটক প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।
Posted ৮:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD