বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে চার মাদক (গাঁজা) সেবীকে আটক করে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার বশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি বশিপুর সরদারপাড়ার নবির উদ্দিনের ছেলে আতোয়ার হোসেন (৩৫), আবু বক্কর ছিদ্দিকের ছেলে মানিক (৩০), হামিদুল মন্ডলের ছেলে শাহিনুর (৩২) ও কছিম উদ্দিনের ছেলে সবুজ (২৮)।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, আদমদীঘির বশিপুর এলাকায় মাদক সেবন করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই চার জনকে আটক করে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন। ওই দিন বিকেলে এদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD