বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে ছাতনি গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদরের শিমুলিয়া গ্রামের মাদমুদুর হাসান তুফান (২১), ফয়সাল হোসেন (২১) ও আদমদীঘির ছাতনি ঢেকড়া গ্রামের বুলবুল হোসেন শরন (২৫)।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার ইউপির ছাতনি প্রামানিক পাড়ার জনৈক মাজেদের শ্যালো ঘরের দক্ষিনে মাদক সেবন ও বিক্রি করার সময় উল্লেখিত তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে অর্ধ লিটার চোলাই মদ ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ১০:১৭ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD