বগুড়ার আদমদীঘিতে মাদক ব্যবসা ও সেবনের দায়ে পাঁচ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার ১৬ ফেব্রæয়ারি বিকেলে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও সেবন করার অপরাধে পাঁচ জনকে আটক করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত আদমদীঘির নামাপোতা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে রাকিব প্রামানিক (২৫), সান্তাহার বসুন্ধরা হাউজিং কলোনীর সেকেন্দার আলীর ছেলে রিপন হোসেন (২৬), লকু পশ্চিম কলোনীর জাহাঙ্গীর আলমের ছেলে বিপ্লব (৩২), বশিপুর পশ্চিম কলোনীর তৌফিক শফির উদ্দিনের ছেলে ছাব্বির হোসেন (২৬) ও নওগাঁর এনায়েতপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহেল হোসেন (২৬) কে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD