বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরধরে প্রভাত কুমার চাকী (৩২) নামের এক মাইক্রো চালককে শ্বাসরোধ ও শারীরিক ভাবে বেদম মারপিটে আহত করা হয়েছে। সে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাইসপুর গ্রামের প্রতুল চাকীর ছেলে। গত ২৩ জানুয়ারী শনিবার দিবাগত রাতে হাউসপুর গ্রামের একটি চা-দোকানের পিছনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
জানা যায়, আদমদীঘি হাউসপুর গ্রামের প্রভাত কুমার চাকী কীর্তন দলের মাইক্রো গাড়ীর চালক। গ্রামের কতিপয় ব্যক্তির সাথে তার পূর্ব বিরোধ চলে। এরজের ধরে গত শনিবার রাত ৯টার দিকে গ্রামের জনৈক ব্যক্তির চা-দোকানে প্রভাত চাকী অবস্থান করার সময় একই গ্রামের কয়েকজন ব্যক্তি প্রভাত চাকীকে দিাকানের পিছনে নিয়ে শ্বাসরোধ ও শারীরিক ভাবে কিলঘুষি মেরে আহত করে। খবর পেয়ে পরদিন গতকাল সোমবার সকালে আদমদীঘি উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি প্রদীপ প্রামানিক জয় আহত প্রভাত চাকীকে বাড়ী থেকে নিয়ে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। আহত প্রভাত কুমার চাকী জানান, তার উপড় হামলাকারিরা নানা ভাবে হুমকি দিচ্ছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD