বগুড়ার আদমদীঘিতে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই অটোরাইস মিলের ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ৩ অক্টোবর রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় বগুড়া পাট অধিদপ্তরের মূর্খ পরিদর্শক সোহেল রানা ও পাট উন্নয়ন সহকারি রফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আদমদীঘির সান্তাহার রোডে মেসার্স মোস্তাকিন অটোরাইস মিলে অভিযান চালান। মিলে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম প্লাষ্ট্রিক মোড়ক ব্যবহার করার অপরাধে মিলের ম্যানেজার সাজুর ৩০ হাজার টাকা জরিমানা ও পূর্ব ঢাকারোড এলাকায় অবস্থিত মেসার্স সালমান অটোরাইস মিলে একই অপরাধে মিল ম্যানেজার মুকুল হোসেনের ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
Posted ৮:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD