বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙ্গানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা ও মাস্ক বিহীন ঘোরাফেরা করার অপরাধে ৩ প্রতিষ্ঠানের ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানাযায়, বুধবার দুপুরে আদমদীঘি ও সান্তাহারে বিভিন্ন স্থানে নির্বাহি ম্যাজিস্ট্রেট ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।
এসময় খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙ্গানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় সান্তাহারের বিসমিল্লাহ হোটেলের মিঠুর ৪ হাজার টাকা, মাস্ক পরিধান না করার অপরাধে সান্তাহার বেহেস্তী বস্ত্রালয়ের ইসমাইল হোসেনের ৫০০ টাকা, ও জান্নাত বস্ত্রালয়ের মেহেদীর ২০০ টাকাসহ মোট ৪হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।
Posted ৯:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD