বগুড়ার আদমদীঘিতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রির লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় তার অফিসে সাংবাদিকদের সাথে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় জানান, আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে আগামী ২০ মার্চ রবিবার থেকে ভর্তুকি মূল্যে আদমদীঘি উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পর্যায়ে নিম্ন আয়ের ৯হাজার ৮৬৬টি পরিবারকে ইস্যুকৃত কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক বেনজীর রহমান, খায়রুল ইসলাম, মিহির সরকার, মনজুরুল ইসলাম, অনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, এরশাদ আলী প্রমূখ।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ২০ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD