বগুড়ার আদমদীঘিতে গরীবদের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসুচী ভিজিএফ, ভিজিডি ও ১০ টাকা কেজি মূল্যের ১০ মেট্রিক টন চাল এক ব্যবাসায়ীর গুদাম ঘর থেকে উদ্ধার করা হয়েছে। গত ২৬ অক্টোবর মঙ্গলবার রাত ৯টায় উপজেলার নসরতপুর ইউনিয়নের কলেজ গেটের সামনে ব্যবসায়ী আল মামুনের গুদাম ঘর থেকে এসব চাল জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়। ভ্রাম্যমান আদালতের সংবাদ পেয়ে চালের মালিক পালিয়ে যায়। উদ্ধার করা চাল আদমদীঘি থানা হেফাজতে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নসরতপুর খাদ্য গুদামের ইনচার্জ পরেশ চন্দ্র মাহাতো।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ ও গরীবদের মাঝে ভিজিএফ, ভিজিডি ও ১০ টাকা কেজি মূল্যের চাল নসরতপুর ইউনিয়নের কলেজ গেটের সামনে ব্যবসায়ী আল মামুনের গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর বিপুল চাল কিনে মজুত ও পাচারের উদ্যশ্যে রাখা হয়েছে।
এমন গোপন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ফোর্সসহ ওই গুদামে অভিযান চালান। অভিযানে গুদাম ঘর থেকে সরকারি সিলযুক্ত বস্তায় ও অনান্য ভাবে রাখা ১০ মেট্রিক টন খাদ্যবান্ধব কর্মসুচীর চাল জব্দ করেন। এ সময় সরকারি সিলযুক্ত বেশ কিছু পরিমান খালি বস্তাও উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Posted ৮:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD