বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করার সময় বিদ্যুত স্পর্শে নাজিম উদ্দিন (৩৬) নামের এক ক্রেন চালক নিহত হয়েছে। এ সময় হারুনুর রশিদ (২১) নামের ক্রেনের হেলপার আহত হয়েছে। আজ শুক্রবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার খামারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ক্রেনের চালক নাজিম উদ্দিন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার নেমশিকালি গ্রামের তাজু মিয়ার ছেলে ও আহত হারুনুর রশিদ চট্রগ্রাম জেলার বানখালি উপজেলার বাড়িগ্রামের শফিউল আলমের ছেলে। তারা নেসকো লিমিেিটডের ঠিকাদার প্রতিষ্ঠানে কাজে আদমদীঘি উপজেলায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য কিছুদিন আগে আসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সান্তাহার নেসকো বিদ্যুত বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওয়ায় আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে বৈদ্যুতিক খুঁটি বা পোল স্থাপনের জন্য ওই বিভাগের ঠিকাদার প্রতিষ্ঠানের অধিনে বেশ কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদমদীঘির রেলওয়ে স্টেশনের নিকট খামার বাড়ি নামক স্থানে সিমেন্টের তৈরী খুঁটি বা পোল ক্রেনের মাধ্যমে স্থাপন করার সময় পাশের বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে ক্রেনের চালক নাজিম উদ্দিন ও হেলপার হারুনুর রশিদ গুরুত্ব আহত হয়। আহতদের আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কতৃব্যরত চিকিৎসক চালক নাজিম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। আহত হেলপারকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।
Posted ১১:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD