মুবিজবর্ষ ও স্বাধীনতার সুবণজয়র্ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার বগুড়ার আদমদীঘি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৫ ডিসেম্বর দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কলাবাড়ি গ্রামে বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দীন মন্ডলের নিজস্ব জায়গায় এই বীর নিবাস বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধার আজিজার রহমান, ঠিকাদার আব্দুল ওহাবসহ নেতৃবর্গ।
উল্লেখ্য: বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস বাথরুম রান্না ঘরসহ ৩ কক্ষ বিশিষ্ট ইটের দেয়ালের উপড় ছাদ ঢালায় বীর নিবাসের নির্মান কাজের ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৬০০টাকা।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় জানান, প্রথম পর্যায়ে আদমদীঘি উপজেলায় ১০টি বীর নিবাস নির্মাণ করা হবে।
Posted ৯:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD