বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহযোগীতায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। মঙ্গলবার ১৫ মার্চ এ উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, ওসি জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজিমুল হুদা খন্দকার প্রমুখ।
সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে পুন্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখতে ও নির্ধারিত মূল্যে পন্য বেচাকোনা করার জন্য ব্যবসায়ীদের আহবান জানানো হয়।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD