বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি‘র আহবায়ক কমিটির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলার ৫৪টি ওয়ার্ডের কমিটি অনুমদন ও ৬টি ইউনিয়নের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ন আহবায়ক মাসুদ আহমেদের সঞ্চালনায় উপজেলা বিএনপি‘র আহবায়ক এ্যাডঃ আনোয়ারুল ইসলাম তালুকদার রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সুপার ফাইভ সদস্য রফি আহম্মেদ আচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার, সুপার ফাইভ সদস্য আবু হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির আহবায়ক, যুগ্ন আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা আহবায়ক কমিটির সদস্য মরহুম সিরাজুল ইসলাম তালুকদার ও সান্তাহার ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্যা মরহুমা রেবেকা সুলতানার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Posted ৩:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD