বগুড়ার আদমদীঘি উপজেলার উজ্জলতা-তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। গত ৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে অফিস কক্ষের দরজার তালা কেটে চোরেরা সাউন্ডবক্স, কম্পিউটারের ক্যাবল, মাউস, মূল্যবান কাগজপত্র তছনছসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
উপজেলার উজ্জলতা-তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বানু জানায়, গত মঙ্গলবার বিদ্যালয় শেষে অফিসসহ অন্যান্য কক্ষ বন্ধ করে চলে যান। সকালে বিদ্যালয়ে এসে জানতে পারেন রাতে কে বা কারা অফিস কক্ষের দরজার তালা কেটে সাউন্ডবক্স, কম্পিউটারের ক্যাবল চুরি ও মূল্যবান কাগজপত্র তছনছ করা হয়। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
Posted ৮:৫০ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD